ইউক্রেন ছাড়ল ২৮ লাখের বেশি মানুষ
রাশিয়ার ‘সেনা অভিযানের’ পর ১৯ দিনে ২৮ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে। তারা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২৮ লাখ শরণার্থীর মধ্যে ১৭ লাখের বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এ ছাড়া হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলদোভা, রোমানিয়া, রাশিয়া, বেলারুশেও অনেকে আশ্রয় নিয়েছে।
২৮ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পোল্যান্ডে গিয়েছে ১৭ লাখ ২০ হাজার ২২৭ জন শরণার্থী, হাঙ্গেরিতে দুই লাখ ৫৫ হাজার ২৯১, স্লোভাকিয়ায় দুই লাখ চার হাজার ৮৬২, মলদোভায় এক লাখ ছয় হাজার ৯৯৪, রোমানিয়ায় ৮৪ হাজার ৬৭১, রাশিয়ায় এক লাখ ৩১ হাজার ৩৬৫ ও বেলারুশে এক হাজার ২২৬ জন। এ ছাড়া তিন লাখের বেশি মানুষ ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে।
এর আগে ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘আরও অনেকে ইউক্রেনের অভ্যন্তরে এবং বাইরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন প্রয়োজন।’
এর আগে ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকটে পড়েছিল ১৩ লাখ মানুষ। সে সময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছাড়াও আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, ইরাক, ইরিত্রিয়াসহ অন্যান্য দেশ থেকে বিপুল মানুষ ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছিল। কিন্তু, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর শরণার্থী সংকটে পড়া ভুক্তভোগীর সংখ্যা মাত্র ১৯ দিনেই ২৮ লাখ অতিক্রম করেছে।
রাশিয়ার সেনা অভিযানের আগ পর্যন্ত ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।