ইউক্রেন থেকে ইতালি গিয়ে সড়কে প্রাণ গেল শরণার্থী তরুণীর
ইতালির উত্তরপূর্ব অঞ্চলে ৫০ জন ইউক্রেনীয়কে বহন করা একটি বাস উল্টে রাস্তার পাশে পড়ার ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদস্যরা।
স্থানীয় সময় আজ রোববার ইতালির ছেসেনা ও রিমিনির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
টুইটারে দমকলকর্মীদের দেওয়া ছবিতে বাসটিকে একপাশে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
ইতালির উত্তরপূর্বের পেসকারাতে যাওয়ার পথে স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে।
নিহত তরুণীর মৃতদেহ সরাতে উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।