‘ইউরোপজুড়ে যুদ্ধ চায় না রাশিয়া’
রাশিয়া ইউরোপজুড়ে যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ। আজ বুধবার ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
সার্গেই লেভরভ বলেন, ‘গোটা ইউরোপজুড়ে যুদ্ধ হোক, রাশিয়া তা চায় না।’
তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে পশ্চিমা সরকারগুলোর ইউক্রেন সরকারকে সহযোগিতার বিষয়েও সতর্ক করেন।
সাংবাদিকদের উদ্দেশে লেভরভ বলেন, ‘যদি ইউরোপে যুদ্ধের আশঙ্কা করেন, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা এমন যুদ্ধ চাই না। তবে একটি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই, পশ্চিম খুব করে চাইছে, রাশিয়া যেন এই পরিস্থিতে পরাজিত হয়।’
আগে পশ্চিমা নেতাদের এ বিষয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত মাসে বলেছিলেন, ‘ইউক্রেনে যেমন আগ্রাসন চালিয়েছে, এমন কাজ যেন আর না করতে পারে, রাশিয়াকে এমন অবস্থায় দেখতে চায় ওয়াশিংটন।’ এ বক্তব্যের সূত্র ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ আজ বুধবার এসব কথা বলেন।
ল্যাভরভ এর আগে যুদ্ধ আরও ভয়াবহ পর্যায়ে গড়াতে পারে বলে মন্তব্য করেছিলেন। এমনকি পরমাণু অস্ত্রের ব্যবহারও হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেন।