ইথিওপিয়ায় গুদাম লুট, খাদ্য সহায়তা স্থগিত করল জাতিসংঘ
ইথিওপিয়ায় বন্দুকধারীরা জাতিসংঘের খাদ্যের গুদাম লুট করে নিয়ে গেছে। ওই ঘটনার জেরে দেশটির উত্তরাঞ্চলের দুই শহরে খাদ্য সহায়তা স্থগিত রেখেছে জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি (ডব্লিউএফপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী বাহিনীর লুটেরাদল কম্বোলচা শহরে জাতিসংঘের ত্রাণকর্মীদের বন্দুকের মুখে আটকে রাখে। বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী লুট করে নিয়ে গেছে তারা।
জানা গেছে, লুটেরা বাহিনী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি শিশুদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিগ্রেই ও সরকারি বাহিনীর মধ্যে চলমান গৃহযুদ্ধের মধ্যে উত্তর ইথিওপিয়ায় বহু মানুষ অনাহারে ভুগছে।
জাতিসংঘ বলছে, এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার কারণে ৯০ লাখের বেশি মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।