ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪
ইথিওপিয়ায় একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ৩৪ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে এ হামলা চালানো হয়। এ হামলার পর এলাকাটিতে বেশ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, দেশটির মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনায় নিহতের সংখ্যা ৩৪ জন কিন্তু এর পরিমাণ বাড়তে পারে। এ ঘটনাটি ঘটেছে দেশটির সংঘাতপূর্ণ তিগ্রে অঞ্চলে।
কয়েকদিন আগে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রে অঞ্চলের বিদ্রোহীদের দমন করতে সেনা অভিযান শুরু করেন। ওই প্রদেশের রাজধানী মেকেলের নিকটবর্তী বেনিশাংগুল-গুমুজ এলাকায় এ ঘটনা ঘটে।
এর মধ্যে কয়েক দিন ধরে চলা সংঘাতে শরণার্থী সংকট তৈরি হয়েছে এবং সংঘাত ক্রমেই বাড়ছে। তবে এই ঘটনায় আবি আহমেদের প্রতিপক্ষ টিপিএলএফ যোদ্ধারা জড়িত কি না তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
উল্লেখ, চলতি নভেম্বর মাসের প্রায় শুরুতে প্রধানমন্ত্রী আবি আহমেদ তিগ্রে প্রদেশের বিদ্রোহীদের দমন করতে সেনা অভিযান শুরু করেন।