ইন্দোনেশিয়ার নিয়াস অঞ্চলে ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় নিয়াস অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে জানিয়েছিল। পরে সেই তথ্য সংশোধন করে তারা জানায়, কম্পনের মাত্রা ছিল ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইন্দোনেশিয়ার নিয়াস অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প।
ইএমএসসির তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।