ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, রিখটাল স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সিনাব্যাং শহর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে নিয়াস দ্বীপে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। খবর ইন্ডিয়া টুডের।
নিয়াসের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র আগুস উইবিসোনো জানিয়েছেন, কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমি দক্ষিণ নিয়াস ও পশ্চিম নিয়াসের অনুসন্ধান ও উদ্ধার টিমের সঙ্গে যোগাযোগ করেছি। তারা নিরাপদে আছেন, কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’
উইবিসোনো বলেন, ‘কম্পন বেশ শক্তিশালী ছিল। এর ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন, বিশেষ করে উপকূলের কাছে বসবাসকারীরা সুনামির আশঙ্কায় বেশি আতঙ্কিত হয়েছেন।’
দক্ষিণ নিয়াসের টুরিস্ট গাইড সোসিয়াল জিগোতো বলেন, ‘একটি ভূমিকম্প হয়েছে, যার ফলে আমার মাথা ঘুরছিল। তবে আমার এলাকার ভবনগুলোর কোনো ক্ষতি হয়নি।’