ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলা, আহত ১৪
ইন্দোনেশিয়ার একটি গির্জায় বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার মাকাসার শহরের ক্যাথলিক চার্চে সন্দেহভাজন দুই আত্মঘাতী ওই হামলা চালায়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইস্টার হলিডের প্রথম দিনে চালানো ওই হামলায় ১৪ জন আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিস্ফোরণের সময় গির্জার ভেতর লোকজন প্রার্থনা করছিলেন। দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
প্রথমদিকে পুলিশ জানিয়েছিল, একজন হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয়, দুই আত্মঘাতী ওই হামলা চালায়।
এ হামলার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদুদু বলেন, ‘আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আমি পুলিশ প্রধানকে অপরাধীদের নেটওয়ার্কে তদন্ত করার ও নেটওয়ার্কগুলোকে তাদের শিকড় পর্যন্ত ছিন্ন করার নির্দেশ দিয়েছি।’
হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ওই হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
মাকাসার শহরে গত জানুয়ারিতে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সন্ত্রাসবিরোধী ইউনিট। সে সময় সন্দেহভাজন দুজন পুলিশের গুলিতে নিহত হয়। ওই দুজন ২০১৯ সালে ফিলিপাইনের একটি গির্জায় জোড়া বোমা হামলার ঘটনায় জড়িত ছিল বলে জানা গেছে। ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়।