ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিতে রাজধানী প্লাবিত
ইন্দোনেশিয়ার রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে জাকার্তার আশপাশের কয়েকটি এলাকা মঙ্গলবার প্লাবিত হয়েছে । চলতি বছর গত দুই মাসের কম সময়ে ভয়াবহ বন্যায় প্রায় ৭০ জনের প্রাণহানি ঘটেছে।
এই ভয়াবহ দুর্যোগে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে নগরীর অনেক এলাকা পানিতে ডুবে গেছে। পার্শ্ববর্তী এলাকাগুলো জলাবদ্ধ হয়ে পড়ায় নগরী স্থবির হয়ে পড়েছে। কয়েকটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
বেশ কয়েকটি রাস্তাসহ আশপাশে কমপক্ষে ৮১ টি এলাকা পানিতে ডুবে গেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কয়েকটি ট্রেন লাইন বন্ধ ঘোষণা করেছে।
আজ বিকেলে আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।