ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭
ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ পূর্ব তিমুরে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে দক্ষিণপূর্ব এশিয়ার এ দুই দেশে এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে।
ভয়াবহ এই বন্যায় হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি ও আল জাজিরার।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা পূর্ব তিমুরের কাছে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ১৩০ জনের প্রাণহানির খবর পেয়েছে।
এদিকে পূর্ব তিমুরে সরকারিভাবে ২৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপ থেকে শুরু করে পূর্ব তিমুর পর্যন্ত এলাকা ভয়াবহ এই বন্যার কবলে পড়েছে।
বন্যায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। একই সঙ্গে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার সময়ে কর্মকর্তাদের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
ভূমিধস এবং বন্যা ইন্দোনেশিয়ায় বর্ষাকালে সচরাচর ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারিতে জাভার সুমেদাং শহরে বন্যায় কপমক্ষে ৪০ জনের মৃত্যু হয়।