ইসকন বাংলাদেশের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) বাংলাদেশ শাখার দুটি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ তাদের টুইটার অ্যাকাউন্টে ভিজিট করতে গেলে অ্যাকাউন্ট দুটির অস্তিত্ব নেই বলে দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট দুটি হলো- ‘@IskconBDH এবং @unitycouncilBD’।
তবে এভাবে অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যাখ্যা চেয়েছে ইসকন। তারা বলছে, কেন ইসকনের বাংলাদেশ শাখার অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে, তা আরও পরিষ্কার করতে আহ্বান জানাচ্ছি। ভারতের সংবাদমাধ্যম অপইন্ডিয়া এমন খবর দিয়েছে।
ভারতে ইসকনের যোগাযোগবিষয়ক পরিচালক যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, কেন ইসকন বাংলাদেশের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, টুইটারকে সেই ব্যাখ্যা দিতে হবে।
গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন বাংলাদেশের কুমিল্লায় পূজামণ্ডপে, এরপর নোয়াখালীর চৌমুহনীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির এবং হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত পথে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক ইসকন নেতারা। একই সঙ্গে বাংলাদেশে অশান্তির ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদেরও ডাক দিয়েছে ইসকন।