ইসরায়েলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরায়েল রে শিপিং কোম্পানির সঙ্গে যুক্ত। খবর জেরুজালেম পোস্টের।
ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরাইল জড়িত এবং খুব শিগগিরই এর কঠিন জবাব দেওয়া হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের জাহাজে এ হামলার ঘটনা ঘটল।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরায়েলের জাহাজটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। তবে এ হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া ইসরায়েল কিংবা আরব আমিরাত এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের আরেকটি জাহাজে একই এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েল তখন ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছিল।