ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত
ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। সোমবার ফিলিস্তিনের পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। সেখানে সন্দেহভাজন এক সন্ত্রাসীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযান চলাকালে ওই কিশোর নিহত হয়। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই কিশোরের নাম মোহাম্মদ আবু সালেহ। তার বয়স ১৭ বছর। পশ্চিম তীরে যে এলাকা দখল করা হয়েছে, সেখানকার সিলাত আল-হারিথিয়া গ্রামে ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে।
ইসরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ওই গ্রামে মোহাম্মদ জারাদাতের নামের ‘সন্ত্রাসী’ বসবাস করে। তার বাড়ি গুঁড়িয়ে দিতে ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ ওই গ্রামে প্রবেশ করেছিল।
পশ্চিম তীরে ইসরায়েল যে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে, সেই হোমেস এলাকায় এক ইহুদিকে গুলি করা হয়। এ ঘটনায় ইসরায়েল অন্যদের সঙ্গে জারাদাতকে দায়ী করে আসছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ওই গ্রামে ঢুকলে সেখানে সংঘর্ষ শুরু হয়। এতে শত শত ফিলিস্তিনি অংশগ্রহণ করে। ওই ফিলিস্তিনিদের মধ্যে অনেকে ইসরায়েলি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুড়েছিল। তবে ওই কিশোরকে গুলির ঘটনা সম্পর্কে সরাসরি কিছু বলেনি বাহিনী।
এদিকে সোমবারই ওই তরুণকে সমাহিত করা হয়। এর আগে পশ্চিমতীরে শোক পালন করা হয়েছে। কিশোর সালেহর দাফন উপলক্ষে আজ সোমবার সকালে ওই গ্রামের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।