ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তিতে স্বাক্ষর করলেও মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার তা করবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ আল-খাতের এ কথা জানিয়েছেন।
গতকাল সোমবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন লোলওয়াহ আল-খাতের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অন্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো যোগ দেবে না দোহা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের উত্তর হতে পারে না।’
খাতের আরো বলেন, ‘আমরা এটা ভাবি না যে, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের মূল কারণ ছিল সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং এটা কোনো উত্তর হতে পারে না।’
এদিকে আজ মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে।
এই চুক্তিতে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে।