ইসরায়েলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ আরব আমিরাতের
ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর সেখানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রোববার মুহাম্মদ মাহমুদ আল খাজাহ তেল আবিবে নিযুক্ত প্রথম আমিরাতি রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণ করেন।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাইয়ের কাসর আল ওয়াতনে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুমের কাছে নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন মাহমুদ আল খাজাহ।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্রাটেজিক কমিউনিকেশনে পরিচালক হিন্দ আল উতায়বাহ টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেন।
ফিলিস্তিন ইস্যুর ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত আরব রাষ্ট্রগুলো দীর্ঘকাল ধরে ইসরায়েলকে অস্বীকৃতি জানিয়ে সব ধরনের সঙ্গে সম্পর্ক ছিন্ন রেখেছে।
গত বছরের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় হোয়াইট হাউসে ইসরায়েল ও উপসাগরীয় দেশ আরব আমিরাতের মধ্যে স্বাভাবিক সম্পর্ক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর গত ২৪ জানুয়ারি ইসরায়েলের তেল আবিবে দূতাবাস স্থাপনের অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রীপরিষদ।
এদিকে স্থায়ী প্রতিনিধি নিয়োগ না হওয়া পর্যন্ত আমিরাতে অস্থায়ী মিশনের প্রধান হিসেবে আইতান নায়েহকে নিয়োগ দিয়েছে ইসরায়েল।