ইহুদি বসতিতে পম্পেওর সফরের বিরোধিতা ফিলিস্তিনের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসন্ন মধ্যপ্রাচ্য সফরে একটি ইহুদি বসতি পরিদর্শনের যে পরিকল্পনা করেছেন, তার ঘোর বিরোধিতা করেছে ফিলিস্তিন। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়্যাহ এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস পম্পেওর এই সফরের তীব্র বিরোধিতা করেছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়্যাহ গতকাল শুক্রবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে সফররত বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনা জাখারিয়েভার সঙ্গে সাক্ষাতে বলেন, পম্পেওর সফর অনুষ্ঠিত হলে অবৈধ ইহুদি বসতিগুলোকে বৈধতা দেওয়া হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি ভয়ঙ্কর উদাহরণ তৈরি হবে। সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়েছে।
মাইক পম্পেও আগামী সপ্তাহে জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নির্মিত ইহুদি বসতি ‘স্যাগোট’ পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে, তা হবে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো ইহুদি বসতি পরিদর্শন।
পম্পেও এমন সময় ইহুদি বসতি পরিদর্শনের পরিকল্পনা নিয়েছেন, যখন তাঁর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়েছেন এবং শিগগিরই তাঁদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে ঘোষণা করেছিলেন, তাঁর প্রশাসন আর পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে না।
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জর্ডান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল-কুদস দখল করে নেয় ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত দখলকৃত ওই ভূখণ্ডে অন্তত ২৩০টি ইহুদি বসতি নির্মাণ করেছে তেল আবিব। এসব বসতিতে বর্তমানে ছয় লাখের বেশি ইসরায়েলি বসবাস করে।