উচ্চতা বাড়ছে মাউন্ট এভারেস্টের, চীন-নেপাল একমত
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা এতদিনের ধারণার চেয়েও খানিকটা বেশি বলে জানিয়েছে চীন ও নেপাল। আজ মঙ্গলবার দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার বলে একমত হন। খবর রয়টার্সের।
এভারেস্টের সঠিক উচ্চতা কত, তা নিয়ে এতদিন দুদেশের মধ্যে বিরোধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও কাঠমান্ডু পর্বতশৃঙ্গটিতে জরিপকারী দল পাঠিয়েছিল; তাদের হিসাবের ভিত্তিতেই দুই দেশ এভারেস্টের উচ্চতা নিয়ে একমত হল।
নেপাল গত বছরের আগে কখনোই এভারেস্টের উচ্চতা জানতে জরিপকারী দল পাঠায়নি; তারা দীর্ঘদিন ধরেই ১৯৫৪ সালে ভারতের করা জরিপের উপর আস্থা রেখেছিল।
ভারতের করা ওই জরিপে বরফসহ এভারেস্টের উচ্চতা বলা হয়েছিল ৮ হাজার ৮৪৮ মিটার।
অন্যদিকে ২০০৫ সালে চীনের করা এক জরিপে পর্বতশৃঙ্গটি ৮ হাজার ৮৪৪ দশমিক ৪৩ মিটার উঁচু বলে দাবি করা হয়; যা ১৯৫৪-র ধারণার চেয়েও ৩ দশমিক ৭ মিটার বা ১১ ফিট কম।
পর্বতারোহীদের ধারণা, ২০১৫ সালে হওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এভারেস্টের উচ্চতায় পরিবর্তন এনে দিয়েছে। ওই ভূমিকম্প নেপালের প্রায় ৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।