এই করোনাকালে বিয়ের অনুষ্ঠানে ১০ হাজার অতিথি!
বৈশ্বিক মহামারি করোনার কারণে যখন সবখানে গণজমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ চলমান আছে, ঠিক তখন এক বিয়েতে প্রায় ১০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন এক নতুন দম্পতি।
সংবাদমাধ্যম মালয় মেইল এক প্রতিবেদনে জানায়, বিয়ের এই অনুষ্ঠানটি হয়েছে মালয়েশিয়ায়। বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল দেশটির রাজধানী কুয়ালালামপুরের কাছে পুত্রজায়ার একটি সরকারি ভবনে।
প্রতিবেদনে বলা হয়, করোনার বিধিনিষেধ থাকায় আমন্ত্রিত অতিথিদের জন্য ‘ড্রাইভ-থ্রু’ আয়োজন করে টেঙ্কু মুহাম্মদ হাফিজ ও ওশানে আলাজিয়া।
গত রোববার সকালে নবদম্পতি বসেছিলেন অনুষ্ঠানস্থলে। অতিথিরা নিজ নিজ গাড়িতে বসেই ধীরে ধীরে তাদের অতিক্রম করে গিয়েছিলেন। গাড়ির জানালা খুলে নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা বর-কনেকে শুভেচ্ছা জানিয়েছেন।
বর টেঙ্কু মুহাম্মদ হাফিজের বাবা টেঙ্কু আদনান একজন রাজনীতিবিদ। তিনি দেশটির সাবেক মন্ত্রী। বিয়ের দিনটি ছিল হাফিজের জন্মদিনও। তাই এটি তার কাছে ছিল বিশেষ আনন্দের।
হাফিজের বাবা টেঙ্কু আদনান ফেসবুকে বিয়ের ছবি দিয়ে লিখেছেন, ‘শুনেছি আজ সকাল থেকে অনুষ্ঠানে ১০ হাজারের বেশি গাড়ি এসেছিল। আমি ও আমার পরিবার খুবই সম্মানিত বোধ করছি। অতিথিদের নিয়ম মেনে চলার জন্যে এবং গাড়ি থেকে না নামার জন্যে ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে ১০ হাজার অতিথির অংশগ্রহণের পুরো প্রক্রিয়াটি তিন ঘণ্টার মধ্যে শেষ হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।