একতরফা নিষেধাজ্ঞা করোনা লড়াইকে বাধাগ্রস্ত করছে : সিরিয়া
পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞার ফলে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাধাগ্রস্ত হচ্ছে সিরিয়া। এই নিষেধাজ্ঞার কারণে দেশটির সরকার প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। রোববার স্যাংশন কিল কোয়ালিশন সংগঠনের এক অনলাইন সম্মেলনে এসব কথা বলেন তিনি, খবর পার্স টুডে।
বাশার জাফারি বলেন, নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার জনগণ ও বেসরকারি স্বাস্থ্য খাতের ক্রয় ক্ষমতা কমে গেছে। নিষেধাজ্ঞাগুলো দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই এমন হচ্ছে। তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞার কারণে দেশ আর্থিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে ও অর্থের প্রবাহ কঠিন হয়ে পড়েছে। এছাড়া জ্বালানি, শিল্প, পরিবহন, যোগাযোগ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তিনি।
এদিকে মার্কিন সরকার দাবি করছে যে, সিরিয়ায় খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক সরবরাহকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তবে মার্কিন এ দাবিকে নাকচ করেছেন জাফারি। তিনি বলেন, মার্কিন সরকারের এই দাবি মূলত রাজনৈতিক। এছাড়া যেসব সাহায্য সিরিয়ায় পৌঁছেছে সেগুলো শুধুমাত্র সন্ত্রাসী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সিরিয়ার শীর্ষ পর্যায়ের এ কূটনৈতিক জোর দিয়ে বলেন, বৈদেশিক মুদ্রা আটকে দেয়ার কারণে দেশের কেন্দ্রীয় ব্যাংক জনগণের জন্য প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র কিনতে অর্থ যোগান দিতে অসমর্থ হয়ে পড়েছে।