এক কর্মীর শরীরে করোনাভাইরাস, সবাইকে বাড়ি পাঠিয়ে দিল ব্যাংক
সিঙ্গাপুরের সর্ববৃহৎ ব্যাংক থেকে প্রায় ৩০০ কর্মীকে কর্মস্থল থেকে আজ বুধবার বাড়ি পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ডিবিএস ব্যাংকের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ায় কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।
ব্যাংককর্মীরা একটি বহুতল ভবনের ৪৩তম তলায় কর্মরত ছিলেন। ডিবিএস এক বিবৃতিতে বলে, ‘পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মস্থল থেকে কর্মীদের বাড়ি চলে যেতে বলা হয়েছে। তাঁদের বাসস্থানে থেকেই কাজ করতে বলা হয়েছে।’
সিঙ্গাপুরে এর আগে ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমসের অনলাইন প্রতিবেদন জানিয়েছিল, গতকাল মঙ্গলবার নতুন করে দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই বাংলাদেশি।
গতকাল মঙ্গলবার ডিবিএস ব্যাংকের এক কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজ ওই কর্মীর দেহে করোনার অস্তিত্ব নিশ্চিত হয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ডিবিএসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই কঠিন সময়ে, ব্যাংক এই (আক্রান্ত) কর্মী ও তার পরিবারকে সব রকম সহায়তা ও পথনির্দেশনা দেবে।’
করোনায় আক্রান্ত ওই ব্যাংককর্মীর সংস্পর্শে অন্য কোনো সহকর্মী এসেছেন কিনা, তা এরই মধ্যে পরীক্ষা করে দেখা হয়েছে। এ ছাড়া ভবনের ওই আক্রান্ত তলার শৌচাগার এবং ভবনের লিফট পরিষ্কার করে জীবাণুমুক্ত করা হয়েছে।
বাড়ি পাঠানো ব্যাংককর্মীদের থার্মোমিটার, মাস্ক ও হাত জীবাণুমুক্ত করার জন্য ‘হ্যান্ড স্যানিটাইজার’ সরবরাহ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া একটি মেডিকেল হেল্পলাইনও খোলা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।