এবার আফগানিস্তানে কুয়ায় আটকা পড়েছে শিশু
এবার আফগানিস্তানে এক শিশু কুয়ায় আটকা পড়েছে। দেশটির জাবুল প্রদেশে এ ঘটনা ঘটেছে। হায়দার নামের নয় বছরের শিশুটি দুদিন ধরে আটকা পড়ে আছে। শিশুটিকে কুয়া থেকে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। খবর বিবিসির।
দুই সপ্তাহ আগে মরক্কোতে একই ধরনের একটি ঘটনা বিশ্ববাসীকে নাড়া দেয়। রায়ান নামের এক শিশু কুয়ায় পড়ে যায়। পাঁচ দিন চেষ্টার পর উদ্ধারকারীরা শিশু রায়ানকে কুয়া থেকে তুলে আনতে সক্ষম হন। কিন্তু, ততক্ষণ সে মারা যায়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কুয়ার ভেতর শিশু হায়দার আটকা পড়েছে। শিশুটিকে দুই বাহু এবং শরীরের ওপরের অংশ নাড়াতে দেখা যায়।
ভিডিওতে শিশুটির বাবাকে বলতে শোনা যায়, ‘তুমি ঠিক আছো? আমার সঙ্গে কথা বলো... কান্না করো না। তোমাকে বের করে আনার জন্য আমরা কাজ করছি।’ ভেতর থেকে শিশুটি করুণ কণ্ঠে—‘আমি কথা বলব’, বলতে শোনা যায়।
উদ্ধারকারীরা কুয়ার ভেতরে রশি ফেলে ক্যামেরা দিয়ে এ ভিডিও ধারণ করেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শিশু হায়দার ৩৩ ফুট গভীর কুয়ায় পড়ে গেছে।
আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল্ল গনি বারাদারের উপসচিব আব্দুল্লাহ আজম এক টুইট বার্তায় জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন নিয়ে একটি দল সেখানে উপস্থিত আছে। উদ্ধারকারীরা শিশুটিকে উদ্ধারে গর্ত খুঁড়ছে।