এবার ফ্রান্স ও জার্মানির নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ
এবার জার্মানি ও ফ্রান্স আজ শনিবার তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। ফ্রান্স টোয়েন্টিফোরের খবরে এ তথ্য জানানো হয়।
শনিবার পূর্ব ইউক্রেনের ‘কন্টাক্ট লাইন’ এলাকায় নাটকীয় ঘটনা বেড়ে গেছে। ইউরোপের সরকারগুলোর সমন্বিত নিরাপত্তা বিষয়ক সংস্থার (ওএসসিই) ইউক্রেন বিষয়ক বিশেষ মনিটরিং মিশনের সতর্কবার্তার পর এমন সিদ্ধান্ত জানিয়েছে দেশ দুটি।
এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজই ইউক্রেন সীমান্ত সংলগ্ন রাশিয়ায় বেলারুশের সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া চালু করেছেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বলেছে, এখনই জার্মানদের ইউক্রেন ছাড়তে হবে। এক বিবৃতিতে বলা হয়, ‘যে কোনো সময় সামরিক সংঘাত লেগে যেতে পারে। এখনই জার্মানদের ইউক্রেন ছাড়তে বলা হচ্ছে।’
এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বহু দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।
ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায় লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বলছে, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। কিন্তু শুরু থেকেই এমন হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে মস্কো।