এবার ব্রাজিলে ভয়াবহ দাবানল
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর এবার ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা প্যান্টানলে ৫০ কিলোমিটারের (৩১ মাইল) একটি দাবানলের সৃষ্টি হয়েছে।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, এ বিষয়ে শুক্রবার (১ নভেম্বর) ব্রাজিলের গ্রোসো ডো সুল স্টেটের গভর্নরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অতীতের সমস্ত দাবানলের চেয়ে এটি ভয়ঙ্কর। এমনটি এর আগে এ অঞ্চলে দেখা যায়নি। এরই মধ্যে কমপক্ষে ৫০ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। কয়েকটি এলাকায় অতিরিক্ত ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছে না।
গভর্নরের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে বর্তমান পরিস্থিতি বেশ জটিল বলে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে আগুন ব্যবহার করে ভূমি পরিষ্কারের ওপর ৩০ দিনের স্থগিতাদেশ দিয়েছে গভর্নর। আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান থেকে পানি ছিটানো হচ্ছে।