এবার ম্যাক্রোঁর ওপর ডিম ছুড়লেন যুবক (ভিডিও)
গত জুনে সরকারবিরোধী এক বিক্ষোভকারীর থাপ্পড়ের পর ফ্রান্সে রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে এবার ডিম হামলার শিকার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় লিয়ন শহরে সোমবার আন্তর্জাতিক রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনের সময় ম্যাক্রোঁর দিকে ডিম ছোড়া হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ডিমটি ম্যাক্রোঁর কাঁধে লেগে নিচে পড়ে যায় বলে ওই প্রতিবেদনে জানা গেছে। খবর সিএনএনের।
হামলাকারীকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। হামলাকারীর সঙ্গে পরে কথা বলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। তবে ওই যুবকের পরিচয় জানানো হয়নি।
ম্যাক্রোঁর জন্য মেলার আয়োজনকারীদের উষ্ণ অভ্যর্থনার মধ্যেই এই ঘটনা ঘটল।
ফ্রান্সে রাজনীতিবিদদের ওপর ডিম হামলার ঘটনা বিরল নয়। ম্যাক্রোঁ এর আগেও ডিম বিড়ম্বনার শিকার হয়েছেন।
২০১৭ সালে ম্যাক্রোঁ যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন, তখন প্যারিসের জাতীয় কৃষি মেলায় ভীড়ের মধ্যে থেকে তার মাথায় ডিম ছুড়ে মারা হয়েছিল।
কয়েক মাস আগেই ফ্রান্সের দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের এক শহরে পূর্বনির্ধারিত সফরে গিয়ে প্রকাশে চড় খান ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট ব্যারিকেডের বাইরে থাকা জনতার সঙ্গে হাত মেলাতে গেলে ড্যামিয়েন ট্যারেল (২৮) নামের এক যুবক তাকে চড় মারেন।