ঐক্যের ডাক দিলেন বাইডেন, সবার প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিজয় নিশ্চিত হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে বিভক্তির পরিবর্তে ঐক্যের ডাক দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, সবার প্রেসিডেন্ট হবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হতে এবং সমঝোতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে বিজয়ী ভাষণ দেন জো বাইডেন।
জো বাইডেন বলেন, ‘আমেরিকার মানুষ জবাব দিয়েছে। তারা আমাদের স্পষ্ট বিজয় এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি সাত কোটি ৪০ লাখ ভোট পেয়ে আমরা বিজয় এনেছি। ভোটের প্রচারের দিন শেষ, এখন আমাদের সব বৈরিতা আর কর্কশ রাজনৈতিক আচরণ পরিহার করে একসঙ্গে একটি জাতি হিসেবে এগিয়ে যাব।’
রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পাওয়া রেকর্ড গড়েছেন জো বাইডেন। স্থানীয় সময় গতকাল সন্ধ্যার পরই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মাধ্যমে হোয়াইট হাউস নিশ্চিত করেন বাইডেন। যখন তিনি বিজয়ী ভাষণের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখন তাঁর সমর্থকেরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নেমে উল্লাস করেন।
এ সময় বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভাষণে বাইডেন বলেন, ‘আমেরিকা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তাতে আমি আপ্লুত। আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চেয়েছি, যে আমেরিকাকে বিভক্ত করবে না, যে কিনা অঙ্গরাজ্যগুলোকে লাল বা নীল হিসেবে দেখবে না; শুধু যুক্তরাষ্ট্রকে দেখবে।’
হোয়াইট হাউস প্রসঙ্গে বাইডেন বলেন, ‘এই কার্যালয়কে আমি আবার আমেরিকার আত্মা হিসেবে প্রতিষ্ঠিত করব। ফের বিশ্বব্যাপী সম্মানিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র।’
ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আজ রাতে আমি খারাপ লাগার জায়গাটা বুঝতে পারছি। গত রাতেও কয়েকবার খেই হারাতে বসেছি আমি। কিন্তু এখন তো একে অপরকে একটি সুযোগ দেওয়ার পালা। যেকোনো জিনিসের একেকটা সময় থাকে। এখন আমেরিকায় সুস্থতা ফিরিয়ে আনার সময়। যে আমাকে ভোট দিয়েছে এবং যে দেননি, আমি সবার জন্য পরিশ্রম করব।’
ভাষণে করোনাভাইরাস মোকাবিলায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন জো বাইডেন। তিনি বলেন, ‘প্রথম কাজ হচ্ছে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনা। এ ছাড়া আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরা সম্ভব নয়।’
বাইডেন জানান, সোমবার শীর্ষস্থানীয় কয়েকজন বিজ্ঞানী ও বিশেষজ্ঞের নাম ঘোষণা করা হবে। যাঁরা বাইডেন-হ্যারিস কোভিড পরিকল্পনায় অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা পরিকল্পনাটির বাস্তবায়ন নকশা প্রণয়ন করবেন, যেটি আগামী ২০ জানুয়ারি থেকে কাজ শুরু করবে।
বারাক ওবামা আমলের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘পরিকল্পনাটি হবে একেবারেই বিজ্ঞানভিত্তিক।’
একপর্যায়ে বাইডেন বলেন, ‘আসুন, আমরা আবার সেই জাতি হই, যারা ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সুস্থ-সবল।’
ভাষণের শেষ প্রান্তে এসে বিখ্যাত ইগলস উইংস থেকে আবৃত্তি করেন বাইডেন। সড়ক দুর্ঘটনায় নিহত সন্তানকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট দলীয় নেতা।
সবশেশে বাইডেন বলেন, ‘আস্থা ছড়িয়ে দাও। সবাইকে ভালোবাসি। আমেরিকার মঙ্গল হোক।’