ওমিক্রনকে ‘বড় হুমকি’ বলছে জি-৭, দ্রুতগতিতে যুক্তরাষ্ট্রে ছড়ানোর শঙ্কা বাইডেনের
নভেল করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্ট বা ধরনকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য বর্তমানে ‘সবচেয়ে বড় হুমকি’ হিসবে দেখছে উন্নত অর্থনীতির সাত দেশের জোট—জি-৭। আর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সতর্কবার্তা—ওমিক্রন যুক্তরাষ্ট্রে অতি দ্রুতগতিতে ছড়ানো শুরু করবে। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।
জি-৭ জোটের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়—ওমিক্রনের উত্থানের অর্থ হলো, জোটের দেশগুলো পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
জি-৭ জোটের বর্তমান সভাপতি যুক্তরাজ্য। এক বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, করোনার সংক্রমণ বৃদ্ধিতে জি-৭ গভীর উদ্বিগ্ন। জি-৭-এর স্বাস্থ্যমন্ত্রীরা করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্ট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। এ ভ্যারিয়্যান্টকে তাঁরা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছেন—করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্ট যুক্তরাষ্ট্রে অতি দ্রুতগতিতে ছড়ানো শুরু করবে। তিনি মার্কিন নাগরিকদের কোভিড টিকা বা বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যাঁরা এখনও টিকা নেননি, এই শীতে তাঁদের করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত ও মৃত্যুর আশঙ্কার কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘আপনারা টিকা নিলে এ মারাত্মক ঝুঁকির হাত থেকে রক্ষা পেতে পারেন।’
জো বাইডেন আরও বলেন, মহামারি করোনাভাইরাস দুঃস্বপ্নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্নায়বিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে নতুন করে দৈনিক গড় আক্রান্তের হার ছিল ৮৬ হাজার। সেখানে ১৪ ডিসেম্বর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজারে। এ সময়ের ব্যবধানে আক্রান্তের হার ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জো বাইডেন বলেন, ‘যাঁরা এরই মধ্যে টিকার দুই ডোজ নিয়েছেন, তাঁদের বুস্টার ডোজ এবং যাঁরা এখনও টিকা নেননি, তাঁদের টিকা নিতে হবে।’