ওয়াকিটকি রাখাসহ একাধিক মামলায় সু চির ৪ বছরের কারাদণ্ড
লাইসেন্স ছাড়া ওয়াকিটকি রাখাসহ বেশ কয়েকটি মামলায় মিয়ানমারের শান্তিতে নোবেলজয়ী কারাবন্দি নেত্রী অং সান সুচিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের একটি আদালত আজ সোমবার ক্ষমতাচ্যুত এনএলডির নেত্রী অং সান সুচিকে চার বছরের কারাদণ্ডের আদেশ দেয়।
সম্মিলিতভাবে ১০০ বছরের বেশি সাজা হতে পারে এমন অনেকগুলো অভিযোগে সু চির বিচার চলছে। সবগুলো অভিযোগই অস্বীকার করে আসছেন অং সান সুচি।
গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচিসহ এনএলডি সরকারের শীর্ষ নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।