কঙ্গোতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৪১ জন নিহত
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরো কমপক্ষে শতাধিক মানুষ।
স্থানীয় কর্তৃপক্ষের জানায়, মঙ্গলবার সকাল থেকে রাজধানী কিনশাসায় শুরু হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, রাতভর টানা বৃষ্টির কারণে পরের দিন সকালে রাজধানীতে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। নিহত ৪১ জনের মধ্যে এক শিশুও রয়েছে। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
রাজধানীর ভাইস গভর্নর নেরন এমবাংগু জানান, বন্যা ও ভুমিধসের কারণে জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সত্যিই অনেক বেশি। রাজধানীর ২৬টি জেলার মধ্যে তিনটি জেলায় ক্ষতির পরিমাণ ভয়াবহ। তিনি বলেন, ‘বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা এরই মধ্যে তাদের অভিযান শুরু করেছেন। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। আমরা যেখানেই মরদেহ ও হতাহতের সন্ধান পেয়েছি মূলত সেখান থেকেই তাদের উদ্ধার করে আনছি। এমনকি আহতদের হাসপাতালগুলোতে ভর্তির ব্যবস্থাও করেছি।’