করোনা আতঙ্কে শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষ, নিহত ৮
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে মাহারা কারাগারে সংঘর্ষের ঘটনায় আটজন নিহত হয়েছে। ওই ঘটনায় অপর ৪৫ জন আহত হয়েছে। খবর ডয়েচে ভেলের।
সোমবার পুলিশের মুখপাত্র ডিআইজি অজিথ রোহানা জানান, যারা মারা গেছে তারা সবাই ছিল কয়েদি। কারাগারের রক্ষীরা ওই ঘটনায় আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রোহানা জানান, রোববার দুপুরে কারাগার প্রাঙ্গণে বন্দিদের একটি বড় দল তাদের কক্ষ ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। ওই বন্দিরা কারাগারের ফটকের দিকে দৌড়ে গেলে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক গুলি চালায়। এ সময় একজন বন্দি নিহত ও বেশ কজন গুরুতর আহত হয়।
পুলিশের মুখপাত্র জানান, কারাগারে বন্দিরা কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবি করে। কারাগারের কর্মকর্তারা বলেন, মাহারা জেলের অন্তত ১৮০ জন বন্দি ভাইরাস সংক্রমিত হওয়ায় তাদের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন রাখা হয়। মাহারা জেলখানায় কমপক্ষে আড়াই হাজার বন্দি রয়েছে।
রোহানা বলেন, কারাগার প্রাঙ্গণে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশেষ পুলিশ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে।