করোনাকে গালাগাল, প্রতিযোগিতায় জিতলে ‘গালিসম্রাট’ উপাধি
দুনিয়াব্যাপী মহামারি নভেল করোনাভাইরাসের সঙ্গে মানিয়ে নেওয়ার বা মোকাবিলার নানা চেষ্টা হচ্ছে। কিন্তু ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের শহর ইয়োগাকার্তায় যে পথ বেছে নেওয়া হয়েছে, তা অভূতপূর্ব।
করোনাভাইরাসকে গালি দেওয়ার অনলাইন প্রতিযোগিতা চালু করা হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত ইয়োগাকার্তার জসস্ত্র কালচারাল মুভমেন্ট তাদের জাভানিজ ভাষায় এর আয়োজন করে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
টুর্নামেন্টে বিজয়ীকে ‘গালিসম্রাট’ উপাধি দেওয়া হবে। এ ছাড়া বিজয়ীকে এক প্যাকেট কফি, তিনটি বই, বিজয়ী সনদপত্র, একটি টি-শার্ট, নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য এবং একটি লাইটার দেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া এক ব্যক্তির জমা দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি জাভানিজ ভাষায় বলছেন, ‘ওরে করোনাভাইরাস, তুই একটা কুকুর! তুই আমার বন্ধুদের জীবিকা ধ্বংস করে দিয়েছিস। তারা এখন কাজকর্ম করতে পাচ্ছে না।’
মূলত করোনাভাইরাসের ভয় দূর করে আত্মবিশ্বাস বাড়াতেই এমন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এদিকে, আজ সোমবার দুপুর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৭৫ হাজার ৬৯৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিন হাজার ৬০৬ জন মারা গেছে।