করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় প্রথম মৃত্যু
চীনের সীমা অতিক্রম করে বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে এবার দক্ষিণ কোরিয়ায় একজনের মৃত্যু হয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনায় এটিই দেশটিতে প্রথম মৃত্যু।
এরই মধ্যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দ. কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যু হয়, খবর রয়টার্স।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরো ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪ জনে পৌঁছাল।
এ দিকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করতে পারছে না চীন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত দুই হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।