করোনাভাইরাসে ফিলিপাইনের পর হংকংয়েও মৃত্যু
চীনের বাইরে ফিলিপাইনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো হংকংয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির।
হাসপাতালটির মুখপাত্র জানান, গত ৩১ জানুয়ারি থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
কোলুন শহরের একটি বেসরকারি আবাসন ওহাম্পোয়া গার্ডেনে থাকা ওই ব্যক্তি গত ২১ জানুয়ারি হংকং থেকে চীনের হুবেই প্রদেশের উহান শহর এবং হুনান প্রদেশের চাংশা থেকে ২৩ জানুয়ারি ট্রেনে করে হংকংয়ে আসেন। পরে শরীরে জ্বর নিয়ে ৩১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন তিনি।
এদিকে মারা যাওয়া ওই ব্যক্তির সত্তরোর্ধ্ব মায়ের শরীরেও করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। তিনিসহ হংকংয়ে ১৫ জনের মধ্যে এ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তাঁদের প্রিন্সেস মার্গারেট হাসপাতালের আলাদা কেবিনে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে প্রথম ফিলিপাইনে একজনের মৃত্যু হয়।
এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া চীনের করোনাভাইরাসে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৩৮ জন।