করোনার টিকা নিয়ে অন্যদেরও নিতে বললেন মাহাথির
নভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির লংকাউই হাসপাতালে গত রোববার টিকার প্রথম ডোজ গ্রহণের সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।
এদিন মাহাথিরের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলিও টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। খবর মালয়েশিয়া কিনির।
টিকা গ্রহণের পর মাহাথির বলেন, ‘করোনা মহামারি আমাদের সহনশীলতার বোধকে আরও জাগ্রত করল। এটি খুবই কার্যকর এবং খুব ভালো। কিছু গুরুতর সমস্যা প্রতিরোধে সবার টিকা নেওয়া উচিত।’ এ সময় টিকা নেওয়ার পর চিকিৎসা কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারা বলেন, টিকা কেন্দ্রে সাধারণ মানুষের মতো করে টিকা নেওয়ার প্রস্তাব দেন তুন মাহাথির। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সকালেই তাঁকে টিকা দেওয়ার আয়োজন করা হয়। লংকাউই জেলার কোভিড-১৯ ভ্যাকসিন কেন্দ্রের টিকাদান প্রক্রিয়া ঘুরে দেখেন মাহাথির।
গত ২৪ ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে শুরুতে দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের টিকা দেওয়া হয়। এরই মধ্যে মালয়েশিয়ায় প্রায় ছয় লাখ মানুষ করোনার টিকা পেয়েছে।
প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ছাড়াও স্বাস্থ্য মহাপরিচালক তান শ্রী ডা. নূর হিশাম আবদুল্লাহ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন কর্মচারীও এই টিকা নিয়েছেন।