করোনার প্রাদুর্ভাবের মাঝেই কসোভোয় সরকার পতন
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রী আলবিন কুর্তির ওপর অনাস্থা ভোটের রায়ে দেশটির নবগঠিত সরকারের পতন হয়েছে। সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্য প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা ভোট দিলে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী কুর্তির বিরুদ্ধে পার্লামেন্টে শরিক দল এলডিকের একজন সদস্যের উত্থাপিত অনাস্থা ভোটে এ ঘটনা ঘটে। বেশ কদিন ধরেই স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের জের ধরে জোটের মধ্যে টানাপোড়েন চলছিল। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা শুরু হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এ-সংক্রান্ত খবরের শিরোনামে বলেছে, করোনা পরিস্থিতি কসোভোর সরকারের পতনে সহযোগিতা করেছে।
মাত্র দুই মাস আগে দেশটিতে প্রধানমন্ত্রী আলবিন কুর্তির নেতৃত্বে সরকার গঠন করা হয়। কুর্তির সমর্থকরা একে গণতন্ত্রকে পরাভূত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
দেশটিতে এ পর্যন্ত ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এতে নিহত হয়েছেন একজন। মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নতুন নির্বাচন ও সরকার গঠন নিয়ে দেশটিকে বেশ দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, সঠিক দিকনির্দেশনা ছাড়া অর্থ সংকটে থাকা স্বাস্থ্য খাতের পক্ষে এই রোগ মোকাবিলা করা সম্ভব নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কসোভোর চিকিৎসকরা।
সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, করোনাভাইরাস মোকাবিলায় কসোভোর নেতৃত্বের মধ্যে দূরদর্শিতার অভাবে দেশটির নাগরিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।