করোনার মধ্যেই ডেঙ্গুর হানা, ইন্দোনেশিয়ায় ২৫৪ জনের মৃত্যু
মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়ছে পৃথিবী। বিশ্বের বহু দেশের মত ইন্দোনেশিয়াতেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে দেশটিতে প্রাণ গেছে ২৪০ জনের এবং আক্রান্ত হয়েছে প্রায় তিন হাজার।
তবে দেশটিতে করোনার মধ্যেই হানা দিয়েছে আরেক প্রাণঘাতী রোগ ডেঙ্গুর। চলতি বছর মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৮৭৬ জন।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটিতে ডেঙ্গু জ্বর ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। দেশটির পশ্চিম জাভা ও পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে।
এর আগে ডেঙ্গু জ্বরে ২০১৬ সালে দেশটিতে এক হাজার ৫৯৮, ২০১৭ সালে ৪৯৩ ও ২০১৮ সালে ৩৪৪ জনের মৃত্যু হয়েছিল।