করোনা আতঙ্কে কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, নিহত ২৩
করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্কিত কয়েদিদের মধ্যে দাঙ্গা-সংঘর্ষে কলম্বিয়ার রাজধানীর একটি কারাগারে ২৩ জন নিহত হয়েছে। করোনাভাইরাস নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কলম্বিয়ার সবচেয়ে বড় কারাগারে গতকাল রোববার এ সংঘর্ষ বাধে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কলম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রী মার্গারিটা ক্যাবেলো জানান, লা মডেলো কারাগারে দাঙ্গার ঘটনায় ৮৩ জন আহত হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে কারাগারে বন্দিদের উপচে পড়া ভিড় এবং দুর্বল স্বাস্থ্যসেবার বিরুদ্ধে গতকাল রোববার পুরো কলম্বিয়ার কারাগারে থাকা বন্দিরা প্রতিবাদ করে। বিচারমন্ত্রী বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন।
মন্ত্রী ক্যাবেলো জানান, ৩২ জন বন্দি এবং সাত জন প্রহরী হাসপাতালে রয়েছেন। তাঁদের মধ্যে দুজন প্রহরীর অবস্থা আশঙ্কাজনক।
তবে কারাগারের ভেতরের পরিবেশ অস্বাস্থ্যকর, এমন দাবি অস্বীকার করেন ক্যাবেলো। তিনি বলেন, ‘এখানে পয়ঃনিষ্কাশনের কোনো সমস্যা নেই। পরিকল্পিতভাবে এ দাঙ্গা বাঁধানো হয়েছে।’
মন্ত্রী আরো বলেন, ‘এখানে কারো মধ্যে সংক্রমণ নেই। কোনো বন্দি বা রক্ষণাবেক্ষণকারী কিংবা প্রশাসনিক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত নয়।’
কলম্বিয়ার বিচার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, দেশটির ১৩২টি কারাগারে ৮১ হাজার কয়েদি ধারণক্ষমতা থাকলেও সেখানে আছে এক লাখ ২১ হাজারেরও বেশি বন্দি।
এখন পর্যন্ত কলম্বিয়ায় করোনাভাইরাসে ২৩১ জন আক্রান্ত হয়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে।