করোনা আতঙ্কে শহরবাসীকে বাড়ি থেকে না বেরোতে বললেন মেয়র
দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। শহরবাসীকে বাড়িঘর ছেড়ে না বেরোতে বলেছেন দেশটির চতুর্থ বৃহত্তম শহরের মেয়র। দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের একটি গির্জায় সমাগতদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এমন নির্দেশনা দেন মেয়র কওন ইয়ং-জিন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সচরাচর যে দায়েগু শহরের সড়ক, শপিংমল, সিনেমা হলে থাকে জনারণ্য, সেই ব্যস্ত শহর এখন কার্যত জনমানবহীন।
সম্প্রতি দায়েগু শহরের একটি গির্জায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকা একজন নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর করোনাভাইরাস শনাক্ত হয় আরো ২৩ জনের শরীরে। এর পরই ২৫ লাখ বাসিন্দার দায়েগু শহরের মেয়র শহরবাসীকে নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশনা দেন।
গির্জার ওই অনুষ্ঠানে সহস্রাধিক মানুষ অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৯০ ব্যক্তির মধ্যে করোনাজনিত রোগের উপসর্গ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিকে ‘অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়া’ হিসেবে চিহ্নিত করেছে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার বিষয়ক সংস্থা।
মেয়র কওন ইয়ং-জিন সাংবাদিকদের বলেন, ‘আমরা অভূতপূর্ব এক সংকটে পড়েছি। আমরা ওই গির্জার যাতায়াতকারী সবার স্বাস্থ্য পরীক্ষা করার পরিকল্পনা করছি। আমরা এরই মধ্যে তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের সংস্পর্শ এড়িয়ে বাড়িতেই অবস্থান করতে বলেছি।’
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার উপস্বাস্থ্যমন্ত্রী কিম ক্যাং-লিপ এমন পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন।
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৮২ আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।