করোনা লড়াইয়ে ক্লান্ত হয়ে ডাচ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নেদারল্যান্ডস সরকারের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসা দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুর্নো ব্রুইনস পদত্যাগ করেছেন।
একদিন আগে দেশটির পার্লামেন্টে করোনাভাইরাস মহামারি বিতর্কে বক্তৃতা দেওয়ার সময় অচেতন হয়ে পড়েছিলেন তিনি। তারপর বৃহস্পতিবার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৫৬ বছর বয়সী এই ডাচ মন্ত্রী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার পার্লামেন্টে করোনা নিয়ে বিতর্কের এক পর্যায়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেওয়ার সময় ব্রুইনস অচেতন হয়ে পড়েন। তবে বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে টানা কাজ করার কারণে অবচেতন হয়ে পড়েছিলেন।
এদিকে, এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পদত্যাগ করেছেন ব্রুইনস। সঙ্কটের প্রকৃতিই এমন যে তাৎক্ষণিকভাবে পুরোদমে কাজ করতে পারবেন এমন একজন মন্ত্রীর প্রয়োজন।
নেদারল্যান্ডস সরকার বলছে, বুর্নোর স্থলাভিষিক্ত হিসাবে কাউকে না পাওয়া পর্যন্ত ভাইস প্রধানমন্ত্রী হুগো দে জঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।