কাতারের সঙ্গে পুনরায় ফ্লাইট চালু করল মিসর ও আরব আমিরাত
নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় সাড়ে তিন বছর পর কাতারের সঙ্গে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে মিসর ও সংযুক্ত আরব আমিরাত। সোমবার কাতারের সঙ্গে ফের বিমান যোগাযোগ শুরু হয় এ আরব দেশগুলোর মধ্যে। এর আগে কাতারের সঙ্গে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি আরব।
আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, সন্ত্রাসবাদকে সমর্থন করা এবং ইরানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসর।
চলতি মাসের শুরুতে কাতারের ওপর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। দুই দেশের মধ্যে সব ধরনের যোগাযোগ ফের সচল হয়।
আলজাজিরা জানায়, সাড়ে তিন বছরের মধ্যে এই প্রথম কোনো ফ্লাইট সোমবার দোহা বিমানবন্দর থেকে কায়রোতে নামে। তার কিছু সময় আগে শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করে দোহায়।
মধ্যপ্রাচ্য সংকটের সময় কাতারে অবস্থান করা মিসরের তিন লাখ নাগরিক আটকে পড়েছিল। দোহায় মিসরের দূতাবাসের সামনে তারা বিক্ষোভও করেছিল।
অবরোধ ও নিষেধাজ্ঞা অবসানে কাতারের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ১১ জানুয়ারি সৌদি আরব প্রথম ফ্লাইট চালু করে। দুই দেশের মধ্যে সীমান্ত যোগাযোগও শুরু হয় সেসময়। এখন বাকি তিন দেশও দোহার সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা দিল।