কানাডার লাইব্রেরিতে ছুরিকাঘাতে নিহত এক, আহত ছয়
উত্তর আমেরিকার দেশ কানাডার ভ্যাংকুভারে শনিবার একটি লাইব্রেরিতে ছুরিকাঘাতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিএনএ খবরটি জানিয়েছে।
হামলাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের ওপর আর কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।
হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ সার্জেন্ট ফ্রাংক চাং জানান, হামলায় একজন নিহত হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি, তবে তাদের শনাক্ত করতে কাজ চলছে।
সিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ একজনকে গ্রেপ্তার করছে। সে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত নিজের পায়ে ছুরিকাঘাত করছিল।