কানাডায় ঝড়ের তাণ্ডবে ৪ জন নিহত, ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন
কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে নয় লাখ ঘরবাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া ঝড়ে চার জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
অন্টারিও পুলিশ টুইট বার্তায় জানিয়েছে, গ্রীষ্মকালীন শক্তিশালী বজ্রঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন বেশ কয়েক জন। গাছ ভেঙে আরেক জন মারা গেছেন।
ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে সড়কে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারেই কাটাতে হয় লাখ লাখ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মাঠে নেমেছে জরুরি বিভাগ।