কানাডায় টিকা পেতে মোটেলের কর্মী বেশে কোটিপতি দম্পতি
নভেল করোনাভাইরাসের টিকা পেতে মোটেলের কর্মী সেজে আলোচনায় এসেছেন কানাডার ধনাঢ্য ব্যবসায়ী ও তাঁর স্ত্রী। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
গ্রেট কানাডিয়ান গেমিং করপোরেশনের সাবেক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেডনি (৫৫) ও তাঁর স্ত্রী একাতারিনা বেকার (৩২) বিশেষ উড়োজাহাজে চড়ে নিজেদের শহর হোয়াইটহর্স থেকে বিভার ক্রিকে যান। সেখানকার একটি আদিবাসী কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা নেন তাঁরা। কানাডায় আদিবাসীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার টিকা দেওয়া হচ্ছে।
এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার পর ১৪ দিনের সেল্ফ আইসোলেশন নীতি না মানায় এই দম্পতিকে জরিমানা করেছেন ইউকনের স্থানীয় আদালত।
তবে টিকা নেওয়ার জন্য ওই দম্পতিকে জরিমানা করা হয়নি বলে জানিয়েছেন ইউকনের কমিউনিটি সার্ভিস মিনিস্টার জন স্ট্রেইকার।
জন স্ট্রেইকার একে স্বার্থপর আচরণ আখ্যা দিয়ে বলেছেন, ‘এমন স্বার্থপর আচরণে আমি হতবাক। বিরক্তিকর বিষয় হচ্ছে, এই কাজের ফলে কানাডীয়দের ঝুঁকিতে ফেলার চেষ্টা হয়েছে।’