কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত বেড়ে ২৩
কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে পুলিশের পোশাক পরে এক বন্দুকধারীর হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশের পোশাক পরে হামলা চালায় বন্দুকধারী। গাড়িটি দেখতেও পুলিশের গাড়ির মতো ছিল।
পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওই হামলায় বন্দুকধারী বাদেই ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী পুলিশ কর্মকর্তা ও একজন ১৭ বছর বয়সী কিশোরও আছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
প্রায় ১২ ঘণ্টা ধরে বিভিন্ন জায়গায় হামলা চালানোর পর নিহত হন হামলাকারী। তবে এই ঘটনার আরো তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য, কানাডাতে গণহারে এভাবে গুলি করার ঘটনা একেবারেই বিরল। এছাড়া দেশটির বন্দুক আইন প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র থেকেও অধিক কড়া।
এর আগে ১৯৮৯ সালে কুইবেকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি করে ১৪ জন নারীকে হত্যা করে এক বন্দুকধারী। ২০১৯ সালে আরেক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়।