কান্দাহার থেকে ভারতীয় কূটনীতিকদের সরিয়ে নেওয়া হয়েছে
আফগানিস্তানের কান্দাহারে সরকারি বাহিনী ও তালেবানের লড়াই তীব্রতর হওয়ায় সেখানকার ভারতীয় কনস্যুলেট থেকে কূটনীতিক ও নিরাপত্তাকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
তালেবান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দখল নেওয়ায় গতকাল শনিবার কান্দাহার থেকে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজে করে কূটনীতিক ও নিরাপত্তাকর্মীদের ভারতে আনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
অথচ চার দিন আগে ভারত জানিয়েছিল, কাবুলের দূতাবাস এবং কান্দাহার ও মাজার-ই-শরিফের কনস্যুলেট বন্ধের কোনো পরিকল্পনা নেই। কিন্তু, কান্দাহার কনস্যুলেটের কূটনীতিক ও সহযোগী নিরাপত্তাকর্মীদের সরিয়ে আনায় অঘোষিতভাবে কনস্যুলেটটি বন্ধই হয়ে গেল।
হিন্দুস্তান টাইমস আরও জানায়, কান্দাহারের আশপাশের সাতটি জেলা দখলের পর গত শুক্রবার কান্দাহার শহরে ঢুকেছে তালেবান। শনিবার পর্যন্ত আফগান সরকারি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয় তালেবানের। আফগান সরকারি বাহিনীর দাবি, এতে তালেবানের প্রায় ৭০ জন নিহত হয়েছে।