কাবুলে কমেছে করোনার সংক্রমণ, কমেছে মাস্ক বিক্রি
আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে এবং একই সঙ্গে শহরজুড়ে মাস্কের বিক্রিও কমে গেছে। দেশটির সংবাদ সংস্থা পাঝওক আফগান নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পাঝওক আফগান নিউজ জানায়, কাবুলে করোনার সংক্রমণ ১১ গুণ কমে গেছে।
গোটা আফগানিস্তানে বৃহস্পতিবার ৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়। আগেরদিন বুধবার ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। গত সপ্তাহের বৃহস্পতিবার ১৩৮ জনের করোনা ধরা পড়ে।
আজ শুক্রবার পর্যন্ত আফগানিস্তানে এক লাখ ৫৩ হাজার ৩৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাত হাজার ১২৮ জন করোনায় মারা গেছেন। আর এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ১১ হাজার ৩০০ জন।
গত ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখলের পর স্বাস্থ্য সেবাসহ সরকারি কার্যক্রমে স্থবিরতার কারণে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা কমে গেছে।
তালেবান বাহিনী গত ১৫ আগস্ট কাবুল দখল করে নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পূর্ব চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের। একই সঙ্গে আফগানিস্তানে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তালেবানের।