কাবুলে প্রাণঘাতী হামলার নিন্দা জানাল জাতিসংঘ ও ন্যাটো
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবারের প্রাণঘাতী হামলার নিন্দা সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
সশস্ত্র সংগঠন তালেবান সম্প্রতি আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশটি থেকে চলে যাবার জন্য কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হওয়া লোকজনের ওপর হামলাকে জাতিসংঘের মহাসচিব ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছেন। গতকালের জোড়া বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণে অন্তত ৬০ জন আফগান নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়। আইএস বলেছে, মার্কিন সেনাসহ তাদের সহযোগী ও অনুবাদক আফগানদের লক্ষ্য করে আইএসের একটি আত্মঘাতী বোমা হামলাকারী দল এ হামলা পরিচালনা করেছে।
হামলার পর জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হামলার ঘটনাটি কেবল আফগানিস্তানের অস্থিতিশীলতাকেই তুলে ধরে না, আফগান জনগণের জন্য দেশজুড়ে জরুরি সহায়তা দেওয়া অব্যাহত রাখার পাশাপাশি আমাদের সংকল্পকে শক্তিশালী করে।’
অন্যদিকে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এক টুইট বার্তায় জানান, তিনি ‘ভয়ংকর সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানাচ্ছেন। এবং তিনি বলেন, জোটের অগ্রাধিকার হলো, যত তাড়াতাড়ি সম্ভব বেশিসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।
আর, তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বলেন, ‘আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেব।’
এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কাবুলে হামলাকে ‘বর্বর’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘হামলাটি ৩১ আগস্টের আগে যত দ্রুত সম্ভব, আমাদের হাতে থাকা সময়ের মধ্যে, কার্যকরভাবে মানুষকে সরিয়ে নেওয়া অব্যাহত রাখার গুরুত্বকে তুলে ধরে।’