কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণে আটজন নিহত, আহত ২০
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
আজ রোববার তালেবান এ তথ্য নিশ্চিত করেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট করে জানিয়েছেন, কাবুলের ঈদগাহ মসজিদে প্রবেশ পথের কাছে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
গত সপ্তাহে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মা মারা গেছেন। আজ বিকেলের বিস্ফোরণের সময় ওই মসজিদে তাঁর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।
বিবিসি বলছে, গত আগস্টে পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর এটি কাবুলে প্রথম সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনা।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তবে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে তাদের লক্ষ্য করে আইএসের হামলা বেশ বেড়েছে। এতে ভবিষ্যতে দুই গোষ্ঠীর মধ্যে আরও বড় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে আইএসের শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেখানে তালেবানের ওপর একাধিকবার হামলা চালিয়েছে তারা। সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠী তালেবানকে শত্রু বলে মনে করে।
আব্দুল্লাহ নামের স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি ঈদগাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি।’ বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।