কাবুলে হাই স্কুলে বিস্ফোরণে নিহত ৬
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাই স্কুলে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা।
স্কুলটি যে এলাকায় অবস্থিত, সেখানকার বেশিরভাগ বাসিন্দাই শিয়া হাজারা সম্প্রদায়ের লোক। জাতিগত ও ধর্মীয় এ সংখ্যালঘু সম্প্রদায়টি প্রায়ই ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হয়।
‘একটি হাই স্কুলে তিনটি বিস্ফোরণ হয়েছে, আমাদের শিয়া সম্প্রদায়ের কয়েকজন হতাহত হয়েছে,’ কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরে তিনি জানান, বিস্ফোরণগুলোতে ছয়জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।
আরেকটি চিকিৎসা কেন্দ্র ইমার্জেন্সি হাসপাতাল এক টুইটে জানিয়েছে, তারা বিস্ফোরণে আহত সাত শিশুকে ভর্তি নিয়েছে।
কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। গত বছর বিদেশি বাহিনীগুলো আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর শীতকালের শীতল মাসগুলোতে দেশটিতে সহিংতা তেমন একটা দেখা যাযনি।
ক্ষমতাসীন তালেবানের ভাষ্য, গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে তারা দেশকে নিরাপদ রেখেছে। কিন্তু আফগানিস্তানে জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি বিদ্যমান বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও কর্মকর্তারা।
সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস দেশটিতে বেশ কয়েকটি বড় হামলা চালিয়েছে বলে দাবি করেছে।