কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (অ্যান্টি-মিসাইল সিস্টেম) স্থাপন করা হয়েছে। দেশটিতে তালেবানের একের পর এক রকেট হামলা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এএফপি ও টিআরটি ওয়ার্ল্ডের।
গতকাল রোববার এ প্রতিরোধব্যবস্থা স্থাপন করা হয়। আগামী মাসের শেষের দিকে আফগানিস্তানে ওয়াশিংটন ও মিত্রদেশগুলোর সেনা অভিযান শেষ হওয়ার কথা রয়েছে। তালেবানদের দাবি, তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
গত কয়েক সপ্তাহে তালেবানদের হামলার কারণে কাবুল ও বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আফগান সরকার। এদিকে বিদেশি কূটনীতিক ও ত্রাণকর্মীদের সঙ্গে যোগাযোগের অন্যতম পথ কাবুল বিমানবন্দর নিরাপদ রাখতে চায় ন্যাটো।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে কাবুলে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে। রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে এটি খুবই কার্যকর ব্যবস্থা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এএফপিকে প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের কথা জানিয়েছেন। তবে এটা কী ধরনের প্রতিরক্ষাব্যবস্থা ও কারা এটি স্থাপন করেছে, সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।
২০২০ সালে কাবুলে তালেবান ও আইএস গোষ্ঠি রকেট ও মর্টার হামলা চালায়। এ বছর বাগরাম বিমানঘাঁটিতে রকেট হামলার দায় নিয়েছে আইএস। অন্যতম বড় মার্কিন সেনাঘাঁটি হলো বাগরাম। সম্প্রতি এটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।