কিয়েভে লড়াই চলছে, দফায় দফায় বিস্ফোরণ ও গোলাগুলি
ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়ংকর সংঘর্ষ চলছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি বলছে—কিয়েভে ময়দান স্কয়ারের কাছে আজ শনিবার একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের ত্রয়েশ্চিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন—কিয়েভে গোলাগুলির শব্দ শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে।
সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে—রাজধানীর চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকার আশেপাশে ৫০টির বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গুলির শব্দ শোনা গেছে।
এ ছাড়া ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্ট বলছেন, রাজধানী কিয়েভে ‘এখনই একাধিক দিক থেকে হামলা করা হয়েছে।
ইউক্রেনের স্টেট স্পেশাল সার্ভিস জানিয়েছে, রাজধানীর ত্রয়েশ্চিনা এলাকা একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে লড়াই চলছে। কিয়েভকে বিদ্যুৎবিচ্ছিন্ন করার জন্য এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া কিয়েভের পেরামোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং আগুন জ্বলতে দেখা গেছে।
ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর ভাসিলকিভের একটি এয়ারফিল্ডের কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। এ এয়ারফিল্ডকে রুশ প্যারাট্রুপাররা কিয়েভে হামলার জন্য অবতরণস্থল (স্প্রিংবোর্ড) হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, কৃষ্ণ সাগর অঞ্চলীয় শহর মাইকোলাইভ থেকে রুশদের বিতাড়িত করেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।